মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে, গাইবান্ধার সাঘাটা প্রেসক্লাবের আয়োজনে ১৬ ই ডিসেম্বর সোমবার ভোরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বোনারপাড়া হাকিমের মোড় প্রেসক্লাব কার্যালয়ে নতুন সদস্য যোগদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি মোঃ আসাদ খন্দকারের সভাপতিত্বে ও সাঘাটা প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভি সাঘাটা উপজেলা প্রতিনিধি নুর হোসেন রেইনের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলী, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা সহকারী কমিশনার ভূমি মনোরঞ্জন বর্মন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বাদশাহ আলম, সাঘাটা উপজেলা বিএনপি আহবায়ক ও প্রেসক্লাব উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঘাটা উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপি উপদেষ্টা ও প্রেসক্লাব উপদেষ্টা নাজেমুল ইসলাম নয়ন, অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,সাঘাটা প্রেসক্লাবের সহ - সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম বাংলা পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি সুলতান আহম্মেদ, সাঘাটা প্রেসক্লাবের সহ - সাধারণ সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার ও দৈনিক প্রধান সংবাদ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি আনছারুজ্জামান (রেজায়ান ইসলাম), সাঘাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মহাস্থান পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি রেজাউল করিম জুয়েল, সাঘাটা প্রেসক্লাবের সহ- সাংগঠনিক সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন, সাঘাটা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও এশিয়ান টিভির ফটোগ্রাফার আসাদুজ্জামান সুমন, সাঘাটা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক কলম যোদ্ধা পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান, সাঘাটা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাপ্তাহিক গাইবান্ধার খবর পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি কবির হোসেন, সাঘাটা প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক ও দৈনিক বজ্র শক্তি পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা সুমন, সাঘাটা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও দৈনিক মত প্রকাশ পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি সোহাগ মিয়া, সাঘাটা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও দেশ সেবা ও অপরাধ তালাশ পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি খাইরুল ইসলাম, সাঘাটা প্রেসক্লাবের কার্যকরী সদস্য, সাঘাটা প্রেসক্লাবের সদস্য ও সন্ধ্যাবানী পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি পুটু মিয়া, সাঘাটা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক কলম যোদ্ধা পত্রিকার সাঘাটা উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজান। নতুন সদস্য যোগদান করেন, মুক্তিযুদ্ধের চেতনা টিভি সাঘাটা উপজেলা প্রতিনিধি এইচ এম এরশাদ, দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার গোবিন্দগঞ্জ উপজেলা প্রতিনিধি জাফর ইকবাল রানা। দৈনিক দেশবুলেটিন পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ মাছিদুল ইসলাম। প্রেসক্লাবের সকল সদস্যদের মতামত শেষে সিদ্ধান্ত গ্রহিত হয়, এই শীতে গরিব অসহায় মানুষকে কম্বল বিতরণ করা হবে।