MOMIN ALLI INDIA ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন বেআইনি ভাবে পরিশুদ্ধ পানীয় জল যারা নিচ্ছে তাদের লাইন কেটে অস্থির ব্যবস্থা করতে হবে।তারপর থেকেই প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নড়েচড়ে বসলো। আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুর ২ নম্বর ব্লকের নন্দকুমারপুরের বেশ কিছু এলাকায় স্থানীয় প্রশাসনকে সঙ্গে নিয়ে পি এইচ ই আধিকারিকরা অভিযান চালায়,বেশ কিছু লাইন কাটার সঙ্গে সঙ্গে বৈদ্যুতিক মোটর নিয়ে যাওয়া হয়। বহুদিন ধরে অভিযোগ ছিল পরিস্রুত পানীয় জল পেতে স্থানীয় বাসিন্দাদের খুবই কষ্ট করতে হয় মাঝে মধ্যেই।
সেই সমস্যা সমাধান করতে সরকারি উদ্যোগে শুরু হয়েছিল পাইপলাইনের মাধ্যমে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌছে দেওয়ার কাজ। কিন্তু এরপরও অনেক জায়গায় পানীয় জল সঠিক ভাবে পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ আসছিল।আরো অভিযোগ ছিল এলাকার বহু মানুষ সরকারি পাইপলাইনে বৈদ্যুতিক মোটর বসিয়ে পানীয় জল নিয়ে নিচ্ছিল, যার ফলে এলাকায় জল সাপ্লাই সমস্যা হচ্ছিল একাবাসীর। প্রশাসনের তৎপরতায় এবারে জল সঠিকভাবে পাওয়া যাবে বলে মনে করছে এলাকাবাসী।
তবে এলাকাবাসীর অভিযোগ বৈদ্যুতিক মোটরগুলির নিয়ে চলে যাওয়ায় তারা সমস্যায় করেছে। আগে থেকে তাদেরকে কোনভাবে সতর্ক করা হয়নি।