মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
যথাযথ মর্যাদায় গাইবান্ধার সাঘাটা উপজেলায় ১৬ ডিসেম্বর পালন উপলক্ষ্যে নানান কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সোমবার ভোরে ৩১ বার তোপধ্বনির পুষ্প মাল্য অর্পণের পর উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইসাহাক আলীর সভাপতিত্বে ও সহকারী কমিশনা (ভূমি) মনোঞ্জন বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বাদশাহ আলম, সাবেক সভাপতি আব্দুল্লাহ আকন্দ, জামাতে ইসলামীর আমির ইব্রাহিম হোসেন, সেক্রেটারি আব্দুল গফুর, সাংগঠনিক সেক্রেটারি এনামুল হক সরকার, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক, দেলোয়ার হোসেন, মতলুবর রহমান রেজা, আজাহার আলী ও মাহাবুবুর রহমান মহাব্বত প্রমুখ।সংবর্ধনা অনুষ্ঠানের পূর্বে ৫ই আগস্ট শহীদ সাজ্জাদ হোসেন সজলের নামে রাস্তার নাম ফলক উদ্বোধন করা হয়।