বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
চায়ের রাজধানী খ্যাত পর্যটন নগরী শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য রক্ষা এবং শহরকে ফুটপাতমুক্ত রাখতে ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
শ্রীমঙ্গল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিনের নির্দেশনায় শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শহরের স্টেশন রোড, মৌলভীবাজার রোড এবং হবিগঞ্জ রোডের ফুটপাত থেকে ভাসমান দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার কর্মকর্তা, কর্মচারীবৃন্দ। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গল শহরকে ফুটপাত দখলমুক্ত রাখতে ও শহরের সৌন্দর্য রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ফুটপাতে মানুষের হাটাচলাচলে বাধাগ্রস্থ এবং রাস্তা দখল করে বসানো স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। এমন অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।