মিজানুর রহমান, জেলা প্রতিনিধি (বগুড়া):-
গত সোমবার (১৬ই ডিসেম্বর ) মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে দেউলীর ভরিয়া মাতৃমায়া মডেল স্কুলে দিনটি বিভিন্ন আয়োজনের মাধ্যমে উদযাপন করা হয়েছে ।
অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয় রেলি এবং আলোচনা সভা। এসব আয়োজনের মাধ্যমে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস এবং শহীদদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।
বিদ্যালয়ের পরিচালক শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিউল আলম ডিউ।
আরও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সহকারি শিক্ষক মাহবুব আলম, হানিফ মন্ডল, প্রদীপ সরকার, জিল্লুল বারি, আরাফাত হোসেন, মাসুদুল হাসান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা । সভা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।