গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। মহান বিজয় দিবসে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে এসে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সময় ৩১ বার তোপধ্বনি ও বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর জাতীয়তাবাদী উপজেলা শাখা বিএনপি ও এর অঙ্গসংগঠন, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, মাধ্যমিক ও মাদরাসার শিক্ষক সমিত, বিভিন্ন স্কুল ও কলেজসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রধান শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
সকাল দশটার সময় প্যারেড ও সালামি গ্রহণ এবং জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। এসময় প্যারেড ও সালামি পরিচালনা করেন ধামইরহাট থানা পুলিশ। প্যারেডে অংশগ্রহণ করেন উপজেলা আনসার ভিডিপি এবং ফায়ার সার্ভিসের সদস্যগণ।
এরপর দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে ৮ ইউনিয়ন ও পৌরসভাসহ ২ হাজার ১২ জন বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এরপর সন্ধ্যায় দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে বিজয় দিবসের সমাপ্তি ঘোষণা করা হয়।
গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪