স্টাফ রিপোর্টার মেহেরুল ইসলাম মোহন
নাটোরের লালপুর উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ২১০টি কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১৭ই ফেব্রুয়ারি-২০২৪) উপজেলার ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী(নাম প্রকাশে অনুচ্ছুক)এর সহায়তায় শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়টির প্রধান শিক্ষক সিমানুর রহমানের সভাপতিত্বে ও সাংসদ সালাহ উদ্দীন, আব্দুল মোত্তালেব রায়হান এবং আব্দুর রশিদ মাষ্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইক্ষু গবেষনা কেন্দ্রের সাবেক মহাপরিচালক ড. ওমর আলী।এ সময় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য ওয়াহিদুজ্জামান সরকার,ইসমাইল হোসেন, আসলাম উদ্দীন,দুলাল উদ্দীন সহ বিভিন্ন সূধীজন উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে
বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থী দৃষ্টির চোখের ইশারায় প্রমাণ করেছে কম্বল পাওয়ার আনন্দ।
মিটি মিটি চোখে তাকিয়ে আছে একটি ছোট্ট শিশু মুখে প্রাণবন্ত হাসি নিয়ে বসে আছে কম্বল নিয়ে।বাকশক্তি না থাকলেও চোখ ও হাতের ইশারাতেই বোঝা যায় মুখের মিষ্টি হাসি প্রমাণ করছে কনকনে শীতে উষ্ণতার আনন্দ।
প্রতিবন্ধী শিক্ষার্থী পারভেজের মা বলেন, কম্বল পেয়ে আমার ছেলের অনেক উপকার হলো। যে ব্যক্তি এ সহযোগিতা করছে তার দোয়া করেন তিনি।
প্রধান অতিথি ড.ওমর আলী বলেন সামর্থ্য অনুযায়ী সকলে সমাজের অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে পারি। বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন,নিজ নিজ এলাকায় তাঁরা এগিয়ে এলে অসহায় দরিদ্র শীতার্ত মানুষগুলো উপকৃত হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিমানুর রহমান জানান,ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ২০১২ সাল থেকে বিশেষচাহিদা সম্পন্ন শিশু ব্যক্তিদের শিক্ষা, চিকিৎসা, প্রশিক্ষণ ও পূণর্বাসনের লক্ষে প্রতিষ্ঠিত হয়ে অদ্যবদি সুনামের প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে। বর্তমানে ২৯১ জন বিশেষচাহিদা সম্পন্ন শিক্ষার্থী রয়েছে।