মামুনুর রহমান, ষ্টাফ রিপোর্টার, পাবনা :
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে বাস টার্মিনাল থেকে র্যালিটি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আলহাজ মোড়ে অবস্থিত মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা।
র্যালিতে কয়েক হাজার নারী-পুরুষ, শিশু, কিশোর, তরুণ, যুবক জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে বাদ্য বাজনার তালে তালে অংশগ্রহণ করেন। বিজয় র্যালি থেকে কারাগারে থাকা ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর মুক্তির দাবি করেন বিএনপির নেতাকর্মীরা। সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, দীর্ঘ ১৬ বছর মানুষের বাক স্বাধীনতা ছিল না। ফ্যাসিস্ট সরকার মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল। আজ দ্বিতীয়বার স্বাধীনতা পাবার পর মানুষ খোলা বাতাসে শ্বাস নিতে পারছে, কথা বলতে পারছে। সুখী সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। সেইসঙ্গে মিথ্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে থাকা বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর মুক্তির দাবি জানান।