সাইফুল ইসলাম ছগির (বিশেষ সংবাদদাতা)
বরগুনা: বাংলাদেশ যুব অধিকার পরিষদ, বরগুনা জেলা শাখার আওতাধীন পাথরঘাটা উপজেলার ৬ নং কাকচিড়া ইউনিয়ন যুব অধিকার পরিষদ এর আংশিক কমিটি,পাথরঘাটা উপজেলা যুব অধিকার পরিষদ এর সভাপতি মোঃ সজীব হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ খাইরুল স্বাক্ষরিত এক
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উক্ত কমিটিতে মোঃ আসাদুজ্জামান ইসলাম কে আহ্বায়ক ও মোঃ সোহাগ কে সদস্য সচিব করে ৩ (তিন) মাসের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
আহ্বায়ক : মোঃ আসাদুজ্জামান ইসলাম
সিনিয়র যুগ্ম আহ্বায়ক : মোঃ মামুন
যুগ্ম আহ্বায়ক : মোঃ ফেরদৌস
: মোঃ কাওসার ইসলাম
: মোঃ নান্টু
: মোঃ বেলায়েত
: মোঃ জাকির হাওলাদার
: মোঃ সোহাগ ফরাজি
: মোঃ লিটন
: মোঃ এমাদুল মোল্লা
: মোঃ শুক্কুর
সদস্য সচিব : মোঃ সোহাগ
সিনিয়র যুগ্ম সদস্য সচিব : মোঃ কামাল
যুগ্ম সদস্য সচিব : মোঃ কামাল
: মোঃ শাওন
: মোঃ মেহেদী হাওলাদার
: মোঃ লোকমান
: মোঃ রাসেল
: মোঃ এমাদুল আকন
: মোঃ নজরুল কাজী
কার্যকরী সদস্য : মোঃ শামীম হাওলাদার
: মোঃ লিওন
: মোঃ পিন্টু
: মোঃ হৃদয় মিস্ত্রী
: মোঃ সোলায়মান হাওলাদার
: মোঃ ইয়াসিন
সকল নেতৃবৃন্দ কে অভিনন্দন জানিয়ে পাথরঘাটা উপজেলা যুব অধিকার পরিষদ এর সভাপতি মোঃ সজিব হোসেন বলেন,রাষ্ট্রের মুল চালিকাশক্তি হলো যুবক সুতরাং এই যুবকদের কেই দেশের স্বার্থে কাজে লাগাতে হবে তাই আমরা গণঅধিকার পরিষদ (জিওপি) নেতৃত্বে কাজ করে যাচ্ছি।
সাধারণ সম্পাদক মোঃ খাইরুল বলেন,আমরা পাথরঘাটা উপজেলা কে যুব অধিকার পরিষদ তথা গণঅধিকার পরিষদ (জিওপি) ঘাঁটি হিসাবে পরিচিত করতে চাই,যাতে সকল মানুষ কে নিয়ে বৈষম্যহীন সমাজ গঠন করতে পারি।