নাজমুল হাসান নাজির
বগুড়া জেলা কারাগার বগুড়া এর ভিতর সম্মেলন কক্ষের সম্মুখে আসামির দেহ তল্লাশি করে ডান হাতে ধরা একটি টিস্যু ভিতর দুটি জিন্স প্যান্টে সেলাইকৃত অবস্থায় আলামত প্রাপ্ত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া ‘ক’ সার্কেল, জেলা কার্যালয়, বগুড়া সহযোগে উল্লেখিত স্থান, সময় ও তারিখে অভিযান পরিচালনা করে জেলা কারাগার বগুড়া এর ভিতর সম্মেলন কক্ষের সম্মুখে আসামির দেহ তল্লাশি করে ডান হাতে ধরা একটি টিস্যু ভিতর দুটি জিন্স প্যান্টে সেলাইকৃত অবস্থায় ২৫ গ্রাম গাঁজা উদ্ধার পূর্বক আসামীকে গ্রেফতার করে সূত্রে বর্ণিত মামলা রুজু করি।
গ্রেফতারকৃত আসামি, মোঃ মাসুদ (৩২), পিতা মো: দুদু মিয়া, স্থায়ী সাং নশিপুর নিজগ্রাম-গাবতলী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) এর সারনির ক্রমিক নং-১৯(ক) ও ২৬(১) ধারায় নিয়মিত মামলা দায়ের সদর থানায় করা হয়েছে।