নাজমুল হাসান নাজির
বগুড়ার ধুনটে আপেল মাহমুদ তালুকদার নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবিসহ নানা ধরনের হুমকির অভিযোগ উঠেছে। উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের রুদ্রবাড়িয়া গ্রামের তারা চন্দ্র দাসের ছেলে প্রদীপ কুমার দাস এ অভিযোগ তুলে। এ বিষয়ে তিনি মঙ্গলবার ধুনট থানা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগও দায়ের এবং রুদ্রবাড়িয়া দাসপাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যানারে একটি মানববন্ধন করে।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্রী প্রদীপ কুমার দাস দীর্ঘদিন যাবৎ রুদ্রবাড়িয়া মৌজার টেপাদহ জলাশয়টি বানিয়াগাঁতী হালদার পাড়া ও স্বাধীন পাড়া মৎস্যজীবি সমবায় সমিতির মাধ্যমে ইজারা নিয়ে ভোগ দখল করে আসছে। গত ৫ আগষ্ট সরকার পতনের পর হতে বিএনপি নেতা চাঁদা ও জলাশয় এবং তার বসতবাড়ী ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে আসছে।
প্রদীপ কুমার দাস জানান, ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ তালুকদার আমাকে মাঝে মধ্যেই ফোনে চাঁদা ও জলাশয় এবং আমার বসতবাড়ী ছেড়ে দেওয়ার হুমকি প্রদান করে। গত ১৫ ডিসেম্বর প্রায় একশত লোকজন নিয়ে অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে আমাকে মারার উদ্দেশ্যে আক্রমণ করে। পরে আমার চিৎকারে আশে পাশের লোকজন আমাকে উদ্ধার করে এবং আমাকে ২ দিনের মধ্যে বাড়ী ও জলাশয় ছেড়ে দেওয়ার হুমকি প্রদান করে। যদি আমি তাদের প্রস্তাবে রাজি না হই তাহলে আমাকে পুলিশ দিয়ে গ্রেফতার ও হত্যার হুমকি দেয়। আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ হওয়ায় সে জোরপূর্বক আমাদের উচ্ছেদ করতে উঠেপড়ে লেগেছে। আমরা কয়েকটি পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি। উনি আমার নিরাপত্তা জোরদার করলে হয়তো আমার মাতৃভূমিতে থাকা হবে। তা না হলে আমার আত্মহত্যা ছাড়া কোন পথ নেই।
ধুনট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ তালুকদার জানান, বিশেষ কোন মহলকে খুশি করতে প্রদীপ কুমার দাস আমার নামে মিথ্যা বানোয়াট অভিযোগ তুলেছে। যার কোন ভিত্তি নেই।ধুনট থানার অফিসার ইনচার্জ ওসি সাইদুল আলমের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, থানায় অভিযোগ হয়ে কিনা সেটা আমার জানা নেই। যদি হয়ে থাকে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তারপর আপনার কাছে থেকে জানতে পারলাম। বিষয়টির ব্যাপারে খোজ নিচ্ছি।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এসিল্যান্ডকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।