মোঃ খায়রুল বাশার (মিঠু) ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি:
তিন শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশগ্রহনে তৃতীয়বারের মত পাবনার ঈশ্বরদীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের বৃত্তি পরীক্ষা। কোমল মতি শিক্ষার্থীদের মেধা যাচাই, সামাজিক মর্যাদা বৃদ্ধি ও শিকড় মজবুত করতে এই উদ্যোগ সহায়ক বলে মনে করছেন কিন্ডারগার্টেন বোর্ড কর্মকর্তা ও অভিভাবকরা। ছোটদের এই বড় পরীক্ষা যেন আতুর ঘরের এক সাহসী দীপশিখা। বেশ আগ্রহ নিয়েই যেন প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এ পরীক্ষায় অংশ নিয়েছে উপজেলা সাতটি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ৩ শতাধিক ক্ষুদে শিক্ষার্থীরা।
বুধবার(১৮ ডিসেম্বর) সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেন স্কুল কেন্দ্রে সকাল ১১ টা থেকে শুরু হওয়া এ বৃত্তি পরিক্ষায় অংশগ্রহন করতে সকাল থেকে কেন্দ্র মাঠে পরীক্ষার্থী ও অভিভাবকদের সমাগম দেখে মনে হচ্ছে পরীক্ষা যেন ক্ষুদে শিক্ষার্থী-অভিভাবকদের একটি উৎসব।
বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত এ বৃত্তি পরিক্ষায় কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ ডাল গবেষনা কেন্দ্রের পরিচালক ড. মোঃ সালেহ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ডাল গবেষনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ শাহিনুজ্জামান, ড. মোঃ সামসুল আলম, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের পাবনা জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান (মনির) মোছাঃ জুলেখা ইয়াসমিন (হ্যাপি)। বৃত্তি পরীক্ষার কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন ঈশ্বরদী উপজেলা কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের সভাপতি আব্দুল খালেক।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অপেক্ষাকৃত অভিভাবকরা জানিয়েছেন, এই বৃত্তি পরীক্ষা আমাদের কাছে এবং আমার সন্তানদের কাছে একটি উৎসব-উদ্দিপনার মত মনে হচ্ছে। বৃত্তি পেতেই হবে এমন কোন বিষয় না। তাদের শিক্ষার প্রতি আগ্রহ ও প্রতিযোগি অংশ নেওয়ার হাতে খড়ি বলে অনেক অভিভাবক মনে করেন, এ পরীক্ষায় অংশগ্রহন করিয়েছি যাতে তারা শুধু খেলাধুলা নয় বইমুখিও হতে পারে।
ডাল গবেষনা কেন্দ্রের পরিচালক ও কেন্দ্র পরিদর্শক ড. সালেহ উদ্দিন বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত এ বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের শিক্ষার মান নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিযোগী করে তুলতে সহায়ক হবে। শুধু তাই নয় এসকল পরিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার সঠিক মুল্যায়নও সম্ভব হবে বলে আমি মনে করছি।
ঈশ্বরদী সবুজ কুঁড়ি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক কবির আলী (হিরু) সার্বিক তত্ববধানে অনুষ্ঠিত এ বৃত্তি পরীক্ষার হল সুপারের দায়িত্বে ছিলেন শেখ মহসিন। এসময় আরো উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, সাবেক সভাপতি এস এম রাজা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আবুল হাসেম, আব্দুল বাতেন, দৈনিক বাংলাদেশের আলো ও দেশ টোয়েন্টিফোর ঈশ্বরদী প্রতিনিধি ও সংবাদ কর্মী মোঃ খায়রুল বাশার (মিঠু), জাগরন ডটকমের সম্পাদক ওহিদুল ইসলাম (সোহেল), জাগ্রত সকালের সম্পাদক ও দৈনিক আমার সংবাদের ঈশ্বরদী প্রতিনিধি সবুজ দেওয়ান, সাইদুর রহমান (অনিক) প্রমূখ।