ইমন
সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধিঃ-
"প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার"বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার"এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উদযাপন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বুধবার (১৮ ডিসেম্বর) সকালে জনাব বিষ্ণুপদ পাল এর সভাপতিত্বে সাতক্ষীরা জেলায় জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ক্লাইমেট ব্রিজ ফান্ড ও কেএফডবলিউ ব্যাংকের অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘স্ট্রেন্দেনিং ইকোনমিক রিকভারি ক্যাপাসিটি অব ক্লাইমেট ভালনারেবল নিউ-পুওর স্পশালি রিটার্নি মাইগ্রেন্টস ইমপ্যাক্টেড বাই কোভিড-১৯’ শীর্ষক প্রকল্প সম্মিলিতভাবে " আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিসব-২০২৪” জেলা শিল্পকলা একাডেমির সাতক্ষীরাতে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক , সাতক্ষীরা জনাব মোঃ মোস্তাক আহমেদ এর নেতৃত্বে শোভাযাত্রা পরিচালিত হয়। শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য জনাব মোঃ মোস্তাক আহমেদ বলেন- স্বাধীনতার পর থেকে অভিবাসীদের সম্মান দেওয়া হয় না, বিষয়টি তা নয়। তাদের জন্য সঠিক সময়ে সঠিক কাজ করা হয়ে উঠছিল না। বর্তমান সরকারের এর পাশাপাশি বিভিন্ন এনজিও তাদের জন্য কাজ করছেন। রেমিট্যান্স বাংলাদেশের জন্য আর্শিবাদ হিসাবে পরিগণিত, কিন্তু এটা আরো বেগবান করার জন্য দক্ষ জনশক্তি বিদেশে প্রেরন করতে হবে।আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিষ্ণুপদ পাল অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সাতক্ষীরা, স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ মোস্তফা জামান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সাতক্ষীরা। এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকসহ বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্মকর্তা ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মোঃ হুমায়ুন রশীদ, মো: হাবিবুর রহমান সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন।আলোচনা শেষে শিল্পকলা একাডেমির , সাতক্ষীরা চত্ত্বরে আয়োজিত প্রদর্শনী ও জব ফেয়ার মেলার পরিদর্শন করে চমৎকার সব তথ্য সমৃদ্ধ উপকরণ পড়ে দেখেন অতিথিবৃন্দ।