আজ ১৯শে ডিসেম্বর বৃহস্পতিবার, দমদম মতিঝিল রোডের সংযোগ তালিকা, মনোজ মিত্র মঞ্চে, শুভ উদ্বোধন হলো মুক্তধারা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। শুভ উদ্বোধক অর্পিতা ঘোষ।
শুভ সূচনায় উপস্থিত ছিলেন দমদমের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, এছাড়া উপস্থিত ছিলেন, দক্ষিণ দমদম পৌরসভার প্রাক্তন পৌর প্রধান ডক্টর পাচ্চু রায় সহ পৌর প্রতিনিধিগণ, এছাড়া উপস্থিত ছিলেন নাট্যজগতের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব।
মুক্তধারার এই একাঙ্ক নাটক প্রতিযোগিতা চলবে ১৮ই ডিসেম্বর থেকে ২২ শে ডিসেম্বর পর্যন্ত, এই নাটক প্রতিযোগিতায় থাকতে প্রশ্ন উত্তর পর্ব ও অনুদান কর্মসূচী।
শুভ সূচনা পরে, উপস্থিত অতিথিদের সম্মানিত করেন , এবং অতিথিরা সংক্ষিপ্ত বক্তৃতা রাখেন, মুক্তধারা অনুষ্ঠানের আয়োজক দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রতিনিধি সুরজিৎ রায় চৌধুরী, কিছু বক্তব্য সবার সামনে তুলে ধরেন, এবং মাননীয় মন্ত্রী পার্থ বসু এই অনুষ্ঠানকে স্বাগত জানান, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচেষ্টা, নাট্য জগতের ব্যক্তিত্বদের কিছুটা আনন্দ দিচ্ছে, তিনি সবসময় শিল্পীদের কথা ভাববেন নাট্য ব্যক্তিত্বদের কথা ভাবে, তাদের পাশে থাকার চেষ্টা করেন,
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা (পশ্চিমবঙ্গ)