গোলজার রহমান ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা বিভাগের আয়োজনে ২০২৪-২০২৫ অর্থবছরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে জিআর চালের ডিও বিতরণ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা এগারোটার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উপজেলার তালিকাভুক্ত ৬৯টি চার্চ ও গির্জার সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে বরাদ্দকৃত ৫০০ কেজি চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মনসুর আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন অর রশীদ, চার্চ ও গির্জার প্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধান।
গোলজার রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি