ওবাইদুর রহমান নয়ন টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ মোছনী রোহিঙ্গা শরণার্থী শিবিরের (২৬নং) ক্যাম্পের সি ব্লকের ফাতেমা খাতুন (৩২) কে, মোহাম্মদ শাহা গ্রুপ নামের একদল সন্ত্রাসী অস্ত্র ঠেকিয়ে এলোপাথাড়ি মারধর ও মূখের মধ্যে চুরি দিয়ে আঘাত করা হয়।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তারিখ রাত ৮ ঘটিঘার সময় মোছনী ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পে (সি ব্লকে) এ ঘটনা ঘটে।
পরে আহত অবস্থায় ফাতেমা খাতুন কে টেকনাফ সদর হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত ফাতেমা খাতুন বলেন, তার ভাইয়ের সাথে পুর্ব শত্রুতার জের ধরে তাকে ঘর থেকে মোহাম্মদ শাহা, গ্রুপের একদল সন্ত্রাসীরা উঠিয়ে নিয়ে যায় তাকে শারীরিকভাবে নির্যাতন এলোপাথাড়ি মারধর ও ছুরি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করার পর তার কানের দুল ও তার সঙ্গে থাকা নগদ বিশ হাজার টাকা নিয়ে নেয়।
আহত ফাতেমা খাতুন, বয়স (৩২)
স্বামীর নাম জাহেদ উল্লাহ
মোছনী (২৬ নং) রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা।
হামলার সাথে জড়িত সন্ত্রাসীরা হলেমোঃ শাহ্ গ্রুপের মোঃ শাহা,২৫, মোঃ আলম ৩২, আব্দু রজক৪২, মুহিব উল্লাহ, ২২,মোহাম্মদ কবির ২৮,শফি উল্লাহ ৩৮,উক্ত সন্ত্রাসীরা সবাই মোছনী (২৬ নং) রোহিঙ্গা ক্যাম্পের ই – ব্লকের বাসিন্দা।
ভোক্তভোগী ফাতেমা খাতুন এর মাতা আয়েশা বেগম জানান, আমার ছেলের সাথে ব্যবসা বাণিজ্য ছিল এর পুর্ব শত্রুতার জের ধরে আমার মেয়েকে আঘাত করে তাঁরা। আমারা বিষয়টি ক্যাম্পে (১৬ এপিপি এন ) পুলিশ কে মৌখিক ভাবে জানানো হয়। তাদের কাছ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ সদর হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ নোশাদ আলম কানন বলেন, সেন্টিমিটার পর্যন্ত ছুরির আঘাত লাগছে বুকের নিচে-পেটের উপর ও মূখে চোখের পাশে ছুরির আঘাত লেগেছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। তিনি আরো বলেন উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান।