পিরোজপুর প্রতিনিধি:
“নেছারাবাদে দীর্ঘ ষোল বছর আওয়ামীলীগের আদলে সুবিধা নিয়ে শেখ হাসিনাকে ফ্যাসিবাদি আখ্যা দিলেন এক শিক্ষক ও নেছারাবাদে বিএনপির দলীয় কার্যলয়ে জাতীয় পতাকা উত্তোলন করলেন আওয়ামিলীগ সমর্থীত নেতা” দু’টি শিরোনামে দু’টি অনলাইনে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিন্না ইয়ং মেন্স ক্লাবের সভাপতি ও পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি বিএম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আতিকুল ইসলাম।
শুক্রবার দুপুর ১২ টায় ইয়ং ম্যান ক্লাবে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করে আতিকুল ইসলাম বলেন, আমি মোঃ আতিকুল ইসলাম, পশ্চিম সোহাগদল শহীদ স্মৃতি বি,এম ডিগ্রী কলেজের একজন সহকারি অধ্যাপক। ব্যক্তিগত জীবনে আমি শিক্ষকতা পেশায় আছি। শিক্ষকতার পাশাপাশি সামাজিক উন্নয়নে সামাজিক সংগঠনে কাজ করু। এছাড়া, রাজনৈতিকভাবে আমি জাতীয় পার্টি(জেপি) মতাদর্শের একজন লোক। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি(জেপি) জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে। তাই আমাকেও আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে হয়েছে, সেটা দোষের কিছু ছিল বলে আমার মনে হয়।
ইতিপূর্বে বিনা ইয়ংমেন্স ক্লাবের পর পর দুইবার সভাপতি নির্বাচিত হয়েছি, সেই থেকে একটি স্বার্থন্বেষী মহল আমার পিছনে লেগে বিভিন্ন সময় আমাকে সামাজিক হেয় প্রতিপন্ন করে আসছে। এটিও তার একটি অংশ বলে আমি মনে করছি,।১৬ ই ডিসেম্বর যেহেতু সার্বজনীন। সেহেতু আমার ক্লাবের পাশাপাশি বিএনপির অফিসে পতাকা উত্তোলনে গিয়েছিলাম মাত্র। এতে বিএনপিতে যোগদান করা হয় বলে আমার মনে হয়না।
একটি কুচক্রি মহল সেই পতাকা উত্তলনের ছবি করে। ফেসবুকে প্রকাশ করেছে। রাজনৈতিক জীবনে কখনো ব্যাক্তিগত সুবিধা নেইনি। ওই কুচক্রি মহলটি পতাকা উত্তলনের ছবি সহ আমার বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করেছে। আমি এই সকল কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিন্না ইয়ং মেন্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিবুল্লাহ সহ নাঈম ইসলাম, মোঃ রাসেল, মো: কবির হোসেন, সাব্বির হোসেন প্রমুখ।