মাসুদ রায়হান যশোর জেলা প্রতিনিধিঃ।
যশোরের মনিরামপুরে আলোছায়া শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে শুক্রবার বৃত্তি প্রকল্প অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় ২০২৪ সালে উপজেলার নেহালপুরের কালীবাড়ি শাহিদা সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভবনে সকাল ৯ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জানা যায় বেসরকারি রেজিস্ট্রান ভক্ত আলোছায়া শিক্ষা প্রতিষ্ঠানটি ২০১০ সালে শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই শিক্ষাবৃত্তি শুরু করেছেন কর্তৃপক্ষ। এলাকার ১৯ টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মেধাবি ২১৬ জন ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে পরীক্ষা নেওয়া হয়। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ট্যালেন্টপুল ৮০০/ সাধারণ গ্রেড ৫০০/ ,ট্যালেন্টপুল ১০০০/ সাধারণ গ্রেড ৬০০/ ট্যালেন্টপুল ১২০০/ সাধারণ গ্রেড ৮০০/ ট্যালেন্ট পুল ১৫০০/ সাধারণ গ্রেড ১০০০/ টাকা বাৎসরিক বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও প্রতিষ্ঠান পরিচালক কামাল হোসেন বলেন, সমাজকল্যাণ ও জনকল্যাণ মূলক কাজ করে থাকেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। পরীক্ষা শুরুর আগে থেকেই কেন্দ্রে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলী মাস্টার রফিক উদ্দিন গাজী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোঃ রফিকুল বারী অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কেশবপুর ডিগ্রী কলেজ, জি এম হাসানুর রহমান অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজ কোর্ট যশোর, আব্দুল্লাহ আল মামুন ফ্যাকাল্টি ও প্রশাসনিক কর্মকর্তা আগাখান স্কুল ঢাকা, মোঃ আবুল বাশার ইসলামী ব্যাংক বাংলাদেশ, মৃত্যুঞ্জয় বিশ্বাস সিনিয়র শিক্ষক, আল-আমিন সরদার সহকারী শিক্ষক মাদ্রাস, আবু তালহা সহকারী শিক্ষক, এবং পরিচালনা পরিষদের চেয়ারম্যান রিপন কবির সহকারি অধ্যাপক,ভাইস চেয়ারম্যান শ্রী রবীন্দ্রনাথ রায় সিনিয়র অফিসার সোনালী ব্যাংক, সদস্য সচিব মোঃ সোহেল রানা সহ প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ ও অভিভাবক বৃন্দরা উপস্থিত ছিলেন।