মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০২৪ শুক্রবার উপশহর ৫ নং সমাজ কল্যাণ সমিতি এর আয়োজনে ৩৫ উর্ধ্ব খেলোয়ারদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় উপস্থিত থেকে উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন সুলতানা বিউটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপশহর সমাজ কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হাসিনুল কবির, দিনাজপুর যশোর অটো র প্রোপাইটর মোঃ জাহাঙ্গীর আলম, চূড়ান্ত খেলাটি সভাপতিত্ব করেন সমাজকল্যাণ সমিতির সভাপতি মোঃ আফতাব আলম বাবু,
আরো উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক রশিদুল আলম শাহিন, সমাজ কল্যাণ সমিতির সহ-সভাপতি আজমেরী, অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রতন, যুগ্ম সম্পাদক রুকুনুজ্জামান রনি, মারজান আলী, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আইয়ুব আলী, খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ মাহফুজার রহমান মিলন,
এছাড়াও টুর্নামেন্টে প্রাক্তন খেলোয়াড়ের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর সোনালী অতীত ক্লাবের সভাপতি ইকবাল হোসেন, দিনাজপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোঃ মাসুদুর রানা, শহিদুল ইসলাম সেন্টু,জিয়াউল হক সিজার প্রমুখ।
চূড়ান্ত খেলায় বেলবাড়ি একাদশকে হারিয়ে বড় মাঠ একাদশ 1-0 গোলে জয়লাভ করেন। চূড়ান্ত খেলাটি পরিচালনা করেন প্রধান রেফারি ওবায়দুর রহমান, সহকারী রেফারি সুজিত, সামাদ, চূড়ান্ত খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি ও প্রাইজবানি তুলে দেন প্রধান অতিথি।