মোঃ শান্ত খান ঢাকা জেলা প্রতিনিধি
সাভার পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আহসান উল্লাহ বলেন, স্বাধীনতা কথা আসলেই শহীদ জিয়াউর রহমানের কথা মনে পরে। তিনি স্বাধীনতা ঘোষনা না দিলে আজও এদেশ স্বাধীন হতো না। আওয়ামীলীগের শাসন আমলে আমার নেত্রী বেগম খালেদা জিয়ার উপর কম জোর জুলুম করেনি। শত জোর জুলুমের পরও আমাদের নেত্রী আমাদের ছেড়ে পালিয়ে যায়নি। বিএনপিতে কোন সন্ত্রাসী স্থান হবে না। বিএনপি গনতন্ত্রে বিশ্বাসী। বিএনপি উন্নয়নে বিশ্বাস। আমরা বিএনপি লোক বিএনপিতেই আমরা থাকব।
আজ তার নিজ কার্যালয়ে তিনি এ কথা বলেন।
সাভার পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আহসান উল্লাহ বলেন, ১৬ বছর ষড়যন্ত্র করেছেন। আর ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্র করলে আর কোন ছাড় পাবেন না। এই আওয়ামীগ দীর্ঘ ১৬ বছর মুক্তিযুদ্ধাদের বিক্রি করে লুটপাট করে খেয়েছেন। আপনারা সবাই তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থাকবেন।
তিনি বলেন, ১/১১ থেকে কয়েকদিন আগ পর্যন্ত বলা হয়েছে তারেক রহমান বিশ হাজার কোটি টাকা দুর্নীতি করেছে। কিন্তু তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলায় উল্লেখ ছিল শুধু বিশ লক্ষ টাকা। আমাদের নেতা কিন্তু সেটা অবৈধ ভাবে নেননি। ওটা একটা সাপ্লিমেন্টারী কার্ড ছিল। এ কার্ড দিয়ে তিনি তার আত্মীয়দের কাছ থেকে ধার নিয়েছিলেন। সেই বিশ লক্ষ টাকাকে বিশ হাজার কোটি টাকা বানানো হয়েছিল। কিন্তু তিনি কখনও আমাদের বলেননি দিনকালে তোমরা এভাবে লেখো ওভাবে লেখো।
তিনি আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে যারা শহীদ হয়েছেন গুম হয়েছেন এমন প্রায় ১৫ শ পরিবারকে তিনি দেখভাল করেন। আমাদের মাধ্যমে তিনি এগুলো করেন। এই সাভারের ও অনেক পরিবারের দেখাশোনা করেন তিনি।