বিশেষ প্রতিনিধি, মো: জাহিদ হাসান।
হয়ে গেল স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা। সভায় সভাপতিত্ব ক রেন সচেতন নাগরিক কমিটি ( সনাক) গাজীপুরের সভাপতি অধ্যাপক ফাতেমা জোহরা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, টিআইবি এর কোঅর্ডিনেটর- সিই মো: আতিকুর রহমান ও ক্লাস্টার কোঅর্ডিনেটর -সিই মো; মাহান উল হক। সভায় অংশ গ্রহন করেন সনাক, ইয়েস ও এসিজির ১৩০জন সদস্যবৃন্দ। সনাক, ইয়েস, এসিজির সদস্যবৃন্দ আলোচনায় বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেন। কাজ করতে গিয়ে কি ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে তাও শেয়ার করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শপথ বাক্য পাঠ করান নাট্য ব্যক্তিত্ব শেকানুল ইসলাম শাহী। সভায় সমাপনী বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি শাহেদুল ইসলাম খাঁন শাহেদ।