আজ ২০শে ডিসেম্বর শুক্রবার, ঠিক বিকেল তিনটায়, ধর্মতলা ওই চ্যানেলের সামনে, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয়া মঞ্চের আহবানে প্রতিবাদী মানুষেরা লাগাতার অবস্থানে বসলেন।, এই অবস্থান চলবে ২৬ শে ডিসেম্বর পর্যন্ত,
জুনিয়র ও সিনিয়র ডাক্তার সহ প্রতিবাদী মানুষেরা এই অবস্থান বিক্ষোভ সামিল হন, তাহারা বলেন আর জি করের ডক্টরকে খুন ও ধর্ষণের ঘটনায়, বিচারাধীন চার মাস অতিক্রান্ত, সিবিআই আজও চার্জসিট দিতে পারল না, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মন্ডল বেকসুর জামিন পেয়ে গেলেন, তাই আমরা আজ থেকে ধর্মতলা মেট্রো চ্যানেলে সামনে এই অবস্থান-বিক্ষোভ বসছি। সুবিচার চাই, আমাদের মেয়ে, আমাদের বোন, অভয়ার সঠিক বিচার চাই, যতদিন না সঠিক বিচার পাবে, আমরা অভয়ার পাশে আছি, আমরা বিক্ষোভ চালিয়ে যাব,
আজ অভয়ার মা-বাবা একটা কথাই বলেছেন, আমার মেয়ের বিচার কোথায় গেল, সত্তিকারের দোষীদের সাজা হয় না প্রমাণ করে দিলেন, আমার মেয়ের বিচার চাই।, পশ্চিমবঙ্গে আইন বলে কিছু রইল না। সাথে সাথেই প্রতিবাদী মানুষেরা একই কন্ঠে প্রতিবাদ জানালেন, আমাদের মেয়ের দোষীদের শাস্তি চাই, না বিচার পাওয়া পর্যন্ত আমরা পুনরায় এই অবস্থান চালিয়ে যাব।
তাহারা আরো বলেন, রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের আঁততেই দোষীরা ছাড়া পেয়েছে। আমরা তা হতে দেবো না। সিবিআই ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু তবু আমাদের প্রতিবাদ থামবে না, অভয়ার পাশে আছি তার মা বাবার পাশে আছি,
আমাদের দাবী.......
অভয়া ধর্ষণ হত্যা মামলায় সিবিআই কে অবিলম্বে সাপ্লিমেন্টারী চার্জশিট জমা দিতে হবে।
আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সিবিআই যাতে চার্জশিট জমা করতে পারে, তার জন্য রাজ্য সরকারকে নো অবজেকশন দিতে হবে।
অন্য সমস্ত প্রমাণ লুটকারীদের এবং বৃহত্তর ষড়যন্ত্রের নায়কদের অবিলম্বে জেরা করে, বিচারের আওতায় আনতে হবে এবং তদন্তের গতি আনতে হবে।
আজ বিকেল থেকেই ওয়াই চ্যানেলের সামনে, কয়েকশো জুনিয়ার ডাক্তার ,সিনিয়র ডাক্তার, প্রতিবাদী মানুষেরা বৃক্ষ প্রতিবাদ দেখান, এবং পাশেই মঞ্চের কাজ চলছে পুরোদমে, রাত থেকেই এই প্রতিবাদী অবস্থান চলবে বলে জানান। বলেন আমাদের মেয়ের বিচার আদায় করে নেব। আমার দিদির মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিচার দিতে হবে। কেউ ছাড়া পাবে না,,
রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা (পশ্চিমবঙ্গ)