মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
" ভজনের মধ্যে শ্রেষ্ট নববিধা ভক্তি, কৃষ্ণপ্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধ নাম লইলে পায় প্রেমধন।
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামে শ্রী শ্রী নিমাই চাঁদ জিউর মন্দিরে শুরু হয়েছে অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ ও লীলা কীর্ত্তন মহোৎসব। বিশ্বের সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনায় প্রতি বছরের মতো এবারো এ সংকীর্তন উৎসবকে ঘিরে ভক্তবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ৩ দিনব্যাপী জগন্নাথপুর কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামে শ্রী শ্রী নিমাই চাঁদ জিউর মন্দির প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হয়। শ্রী শ্রী নিমাই চাঁদ জিউর মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ ও লীলা সংকীর্তন উৎসবটি সফলের লক্ষ্যে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন শ্রী শ্রী নিমাই চাঁদ জিউর মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শংকর কুমার দাস। এতে উপজেলার হাজারো হিন্দুভক্ত যোগ দেন। লীলা কীর্তন পরিবেশন করেন কীর্তনিয়া শ্রীযুক্ত ডাঃ পংকজ কান্তি দাস, শ্রী শ্রী নিমাই চাঁদ সম্প্রদায় কাদিপুর, রিংকু চন্দ্র দাস, শ্রী শ্রী সুবল সম্প্রদায়, বাঘবাড়ি সিলেট, শুভ রায়, শ্রী শ্রী সত্য নারায়ন সম্প্রদায়, শ্রীমঙ্গল মৌলভী বাজার, মুক্তপদ তালুকদার, শ্রী শ্রী হরিভক্তি সম্প্রদায়, দিরাই, সুনামগঞ্জ। নাম সংকীর্তন মহোৎসব ২০২৪ এর শ্রীধরপাশা গ্রামের স্বর্গীয় সত্যেন্দ্র কুমার দাশ এর বিদেহী আত্মার শান্তি কামনায় শেষ দিনের পুর্নার মহাপ্রসাদ আস্বাদনের আর্থিক সহযোগিতায় ছিলেন মর্ত্যধর্মি পরিবারবর্গ।আজ ২১ ডিসেম্বর দধিবান্ডবের মধ্য দিয়ে সংকীর্তন শেষ হয়।