1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বাজারে স্বস্তির হাওয়া, কমেছে নিত্যপণ্যের দাম - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুরে গলায় ফাস দিয়ে গৃহ বধুর মৃত্যু, মর দেহ উদ্ধার নিম্নচাপের প্রভাবে দুমকিতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, বাড়তে পারে শীত নাসিরনগরে মোক্তার ব্রিক ফিল্ডকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা শীতার্তদের পাশে তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা করণদোষী ডান্স একাডেমীর ২তম বাৎসরিক অনুষ্ঠান ২০২৪, রোটারী সদনে অনুষ্ঠিত হলো রাণীশংকৈলে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা সহ ১ জন আটক গাইবান্ধায় জাসাসের উদ্যোগে আনন্দ র‌্যালী বগুড়ায় আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে লাঙ্গল দিয়ে জমি চাষ লোহাগাড়া উপজেলায়(সিআরবি) ভোক্তা অধিকারের মাসিক সভা অনুষ্ঠিত ডিমলায় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাজারে স্বস্তির হাওয়া, কমেছে নিত্যপণ্যের দাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৬ বার পড়া হয়েছে

 

মো: তানজিম হোসাইন, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের খুচরা ও পাইকারি বাজারে পেঁয়াজসহ বেশ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। গত তিন সপ্তাহে খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজিতে ৩৫ টাকা বা প্রায় ৩২ শতাংশ কমে বর্তমানে ৭৫ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারি বাজার খাতুনগঞ্জে এই সময়ের মধ্যে দাম কমেছে কেজিতে ২৫ টাকা বা ২৮ শতাংশ।

খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ী রেজাউল করিম বাংলাদেশ মেইল২৪কে জানিয়েছেন, আমদানি শুল্ক প্রত্যাহারের পর ভারত ও পাকিস্তান থেকে পেঁয়াজের ব্যাপক আমদানি শুরু হয়, যা বাজারে সরবরাহ বাড়িয়েছে। পাশাপাশি শীতকালীন পেঁয়াজ পাতা বাজারে আসায় চাহিদা কিছুটা কমেছে, যার প্রভাব পড়েছে দামে।

পেঁয়াজের পাশাপাশি আদা ও রসুনের দামও কমেছে। ভারতীয় আদার দাম কমেছে কেজিতে ২০-৩০ টাকা, বর্তমানে যা ৯০ টাকায় বিক্রি হচ্ছে। রসুনের দামও কমেছে কেজিতে ৫-১০ টাকা।

সবজির বাজারও স্থিতিশীল র‍য়েছে। সবজির মধ্যে ফুলকপি ৩৫-৪৫ টাকা, বাঁধাকপি ৩০-৪০ টাকা, টমেটো ১০০, বরবটি ৬০, শিম ৬০-৭০ টাকা, শসা ৪০-৫০ টাকা, বেগুন ৫০ টাকা, কাঁচামরিচ ৬০-৭০ টাকা এবং দেশি আলু ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাংস ও মাছের বাজারেও মিশ্র প্রভাব দেখা গেছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে ১৮৫ টাকায় পৌঁছেছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকায়। প্রতি ডজন ডিমের দাম ১৪০ টাকা। মাছের মধ্যে তেলাপিয়া ২০০-২২০ টাকা, পাঙাস ১৬০ টাকা, রুই ২৫০-৩০০ টাকা, এবং পাবদা ৩৮০-৪২০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা আশা করছেন, আমদানি ও সরবরাহ স্থিতিশীল থাকলে নিত্যপণ্যের দামে আরও স্বস্তি আসবে। তবে কিছু পণ্যের উচ্চমূল্য সাধারণ মানুষের জন্য এখনও চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি