সাইফুল ইসলাম ছগির (বিশেষ সংবাদদাতা)
বরগুনা: বাংলাদেশ যুব অধিকার পরিষদ,বরগুনা জেলা শাখার আওতাধীন পাথরঘাটা উপজেলার ৫ নং কালমেঘা ইউনিয়ন যুব অধিকার পরিষদ এর ৮ নং ওয়ার্ড যুব অধিকার পরিষদ এর আংশিক কমিটি,কালমেঘা ইউনিয়ন যুব অধিকার পরিষদ এর সভাপতি মোঃ মাহবুব ও সাধারণ সম্পাদক মোঃ রাসেল মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নবনির্বাচিত কমিটিতে মোঃ কামাল ফরাজী কে আহ্বায়ক ও মোঃ শান্ত ইসলাম কে সদস্য সচিব করে ৩ (তিন) মাসের জন্য আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
আহ্বায়ক : মোঃ কামাল ফরাজী
সিনিয়র যুগ্ম আহ্বায়ক : মোঃ রফিকুল ইসলাম
যুগ্ম আহ্বায়ক : নরউত্তম বেপারী
: মোঃ খলিল শরীফ
: মোসাঃ সুমী আক্তার
: মোঃ খায়রুল খান
: মোঃ নাঈম শরীফ
: মোঃ আশরাফুল শরীফ
সদস্য সচিব : মোঃ শান্ত ইসলাম
সিনিয়র যুগ্ম সদস্য সচিব : বিকাশ চন্দ্র বারিক
যুগ্ম সদস্য সচিব : মোঃ শুভ ইসলাম
: মোঃ নাঈম
: মোঃ আব্দুল্লাহ
: মোঃ বেল্লাল হোসেন
কার্যকরী সদস্য : মোঃ তারেক
: মোঃ ইব্রাহিম হোসাইন
: মোঃ রেজাউল
: মোঃ শাহিন
: মোঃ ফয়সাল ইসলাম
: সুশিল ঢালী
: রতন বেপারী
সকল নেতৃবৃন্দ কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ৫ নং কালমেঘা ইউনিয়ন যুব অধিকার পরিষদ।