রাজশাহী প্রতিনিধি, মেহেদী হাসান
আজ ২১/১২/২০২৪ তারিখে আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের এডমিন মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় সকাল ১০ঃ৩০ মিনিটে সরকারি মহিলা কলেজের সামনে আল আকসার সুপ্রিম টাওয়ারে আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের ব্যবসায়ীক সম্পর্ক উন্নয়ন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো উক্ত অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-আকসা ডেভেলপার্স এর ব্যবস্থাপক এবং রেডার (রিয়েল এষ্টেট এন্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশন, রাজশাহী সাধারন সম্পাদক জনাব মিজানুর রহমান কাজী
অনুষ্ঠানের শুরুতে পবিত্র আল কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এর পরে উদ্যোক্তারা একের পর এক মঞ্চে এসে অন্যান্য উদ্যোক্তাদের সাথে পরিচিত হন এবং তাদের ব্যবসায়ী অভিজ্ঞতা গুলো উপস্থাপন করতে থাকেন, এবং কিভাবে আরো ভালোভাবে ব্যবসা বাড়ানো যায় সে সম্বন্ধে তাদের নিজ নিজ মতামত প্রকাশ করেন এর পরে অনুষ্ঠানের মধ্যমনি জনাব মিজানুর রহমান কাজী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপে একটি অনলাইন মেলার আয়োজন করা হয়েছিলো সে মেলায় ৬০ জনের মতো উদ্যোক্তা অংশ গ্রহণ করেছিলেন সেখান থেকে পন্যের পোস্ট কে কয়েকটি করেছে এবং কার পোস্টে সব চেয়ে বেশি লাইক কমেন্ট পরেছে তার পরিপেক্ষীতে ১ম,২য়, এবং ৩য় কে পুরস্কার বিতরণ করা হয়
এবং যারা মেলায় অংশ গ্রহণ করেছিলেন সবাই কে সনদ দেওয়া শেষে
মিজানুর রহমান কাজী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন রাজশাহীতে অনেক উদ্যোক্তা গুরুপ আছে তবে আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপ সবার থেকে একটু আলাদা এই গ্রুপে আমি এবং আল- আকসা করপোরেট পাটনার ছিলো আছি এবং থাকব এবং যারা অনলাইনে ভালো সেল করেন তাদের পরামর্শ দেন আপনারা শুধু অনলাইনে পন্য সেল করার মধ্যে সীমাবদ্ধ থেকেন না এটা বাস্তবে এর রুপ দেন ছোট খাটো দোকান দেন, রেস্তরাঁ খুলেন আল্লাহ সবার জন্য রিজিক লিখে রেখেছেন শুধু আপনাকে চাইতে হবে এবং পরিশ্রম করতে হবে আপনি যদি অল্পতে খুশিতে আল্লাহ আল্পই দিবেন সব সময় সপ্ন বড়ো দেখতে হবে এবং সপ্ন বাস্তবে রুপ দিতে কাজ করতে হবে আর একটা নিজিস খেয়াল করলে দেখা যায় অনলাইন পন্যের যায় কারো একটা পন্য ভালো চলছে অইটা সবাই বিক্রি করেন এই কাজ কেউ করবেন না আপনারা নতুন নতুন পন্য খুজেন মানুষ এখন সেরা জিনিস খুজে দামের বিষয় পরে দেখে আপনারা সেরা পন্যটা দেওয়ার চেষ্টা করবেন মানুষের কাছে
আপনাদের অনেক ভালো সেল হবে এবং আরও অনেক উপদেশ মূলক কথা বলেন এবং সকলের সুস্থতা কামনা করে তার বক্তব্য শেষ করেন এবং পরে অনুষ্ঠানে উপস্থিতদের নিয়ে একটা লটারী খেলা পুরুস্কার বিতরনী এবং খাওয়ার দাওয়ার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।