শোয়েব তাসিন পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় পিছিয়ে পড়া শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দেয় তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা। শনিবার বিকেল ৫ ঘটিকায় পাথরঘাটা পৌরসভার আশ্রয়ন প্রকল্পে থাকা ২০ জন মানুষের কাছে এই উপহার পৌছিয়ে দেয় সংগঠনের একঝাঁক তরুণ সদস্য।
সংগঠনটির উপদেষ্টা মেহেদী সিকদারের নেতৃত্ব শীতার্ত মানুষদের শীতবস্ত্র উপহার দেয় সংগঠনটির সদস্যরা৷ এসময় উপহার পেয়ে হাসিমুখ দেখা যায় পিছিয়ে পড়া শীতার্ত মানুষদের।
তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার উপদেষ্টা মেহেদী সিকদার বলেন, "বর্তমানে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আমরা এই অসহায় মানুষদের শীতবস্ত্র উপহার দিয়েছি। সমাজের বিত্তবান মানবিক মানুষরা এগিয়ে আসলে শীতে এই মানুষদের কষ্ট লাগব হবে।" সংগঠনটির আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা শোয়েব তাসিন বলেন, " শীতে মানুষের কষ্ট পেতে দেখে আমাদের তরুণদের এই সামান্য চেষ্টা। পিছিয়ে পড়া এই মানুষদের একটু উপকারের জন্য তাদের উপহার দিয়েছি। আমরা চাই তাদের কষ্ট লাঘব হোক। এই শীতে আর কষ্ট না পাক। "
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-উদ্যোক্তা আসাদুজ্জামান আমান, সিনিয়র সদস্য তাহসিন আজাদ, সদস্য সচিব আল-আমিন হাওলাদার, সদস্য তানভীর রহমান হৃদয়, আদনান প্রমুখ। সংগঠনটির সদস্যরা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এই উপহার পৌছিয়ে দেয়।