চয়ন কুমার রায়
লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নামুড়ি রেলস্টেশনে করতোয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (২২ ডিসেম্বর) বিকালে উপজেলার নামুড়ি স্টেশনের পাশে রেল লাইনের ওপর এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী করতোয়া এক্সপ্রেস ট্রেন নামুড়ি স্টেশন পার হওয়ার সময় অজ্ঞাত এক বৃদ্ধা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলে স্থানীয়দের কেউ নিহতের পরিচয় সনাক্ত করতে পারেনি।
এ ব্যাপারে পলাশী ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমী পাভেল জানান, রোববার বিকালে লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া বুড়িমারী গামী এক্সপ্রেস ট্রেনটি নামুড়ি স্টেশন পার হলে অজ্ঞাত এক বৃদ্ধা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি কীভাবে ট্রেনে কাটা পড়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।