মোমিন আলি লস্কর জয়নগর -জয়নগর থানার জয়নগর এক নম্বর ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলের চালতাবেড়িয়া ইউনাইটেড ক্লাবের ঐকান্তিক প্রচেষ্টায় ও কে পি সি ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় চালতাবেড়িয়া ইউনাইটেড ক্লাব ভবনে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির।রক্তদান শিবিরে পুরুষ তুলনায় মহিলা সংখ্যা বেশি লক্ষ্য দেখা গেছে।রক্তদান শিবিরে বিশিষ্ট ব্যাক্তিবর্গ গন উপস্থিত হয়েছিলেন। রক্ত দান শিবিরে মহিলা ৬০ জন এবং পুরুষ ৪০ জন রক্ত দিন করেন।স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ দান । নিজের এক ফোঁটা রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচানো এক মহৎ কাজ।১৯৪১ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতে আহত সৈনিকদের সাহায্য করার জন্যে প্রথম স্বেচ্ছায় রক্তদান শুরু হয়।
১৯৭৫ সালে তার দায়িত্ব পালনকালে, জন্মাজী জলি, ভারতীয় সোসাইটি অব ব্লাড ট্রান্স ফিউ জেন এবং ইমি উনো হাইম্যা টোলজি'র সভাপতি অক্টোবর 1 তারিখে জাতীয় স্বেচ্ছাসেবী রক্তদান দিবসের কথা ঘোষণা করেন, যা সারা দেশ জুড়ে দেখা যায়।14 জুন প্রতিবছর বিশ্বব্যাপী দেশগুলি বিশ্ব রক্তদানকারী দিবস (WBDD) উদ্যাপন করে। ক্লাবের সভাপতি মোতালেব মোল্লা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমমাদের রক্তদান শিবির এবছর ৩৫তম বর্ষ । আমাদের ক্লাবের পক্ষথেকে শুধু রক্তদান শিবি করি তা নয় , রক্তদানের সঙ্গে সঙ্গে আমাদের চারদিক ধরে বিভিন্ন সাংস্কৃতিক মুলক সহ ক্রিয়া মূলক অনুষ্ঠান করে থাকি।চালতাবেড়িয়া ইউনাইটেড ক্লাবের আমি সভাপতি হিসাবে বলতে পারি আমরা থ্যালাসেমিয়া রোগিদের রক্তের চাহিদা পূরণে আমরা মহৎ রক্তদান কর্মসূচি পালন করে থাকি। আমাদের ক্লাবের পক্ষ থেকে সবাইকে রক্তদান শিবিরে উপস্থিত হওয়া এবং স্বেচ্ছায় রক্তদান করার জন্য ধন্যবাদ অভিনন্দন জানাই।