মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ: ২৩/১২/২০২৪ ইং
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি আবু বক্কার রঞ্জু বলেছেন, দেশ স্বাধীন হওয়ার পরে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। সেই দুর্ভিক্ষে মানুষ কচু, ঘেচু সিদ্ধ করে খেয়েছে। আটার ঝাউ তৈরি করে খেয়েছে, ভাত, পেত না। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে সোনাতনী ইউনিয়নের ধীতপুর কুরশী বাজারে কৃষকদল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, ১৯৭৫ সালে পট পরিবর্তনের পর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের শাসন ভার গ্রহণ করেন। তিনি বুঝতে পারেন, এই দুর্ভিক্ষ দূর করতে কি করতে হবে। তিনি কৃষকদের কাছে গিয়ে বুঝিয়ে খাল খননের মধ্যমে পানি এনে ফসলের উৎপাদন বৃদ্ধি করে কৃষকদের মুখে হাসি ফুটিয়ে ছিলেন। আজকে আপনারা যে ইরি-বোরো ধানের আবাদ করছেন। তা জিয়াউর রহমানের সেই সময়ের অবদান। তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও বুঝতে পেরেছেন। কৃষকের মুখে হাসি ফুটাতে কৃষকের কাছে যেতে হবে, পাশে থাকতে হবে। কৃষক ও কৃষির উন্নয়ন করলে দেশের উন্নয়ন হবে। তাই তিনি ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে কৃষকদলকে কর্মসূচি দিয়েছেন। এই কৃষকদলে তারাই স্থান পাবে যারা রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে বিগত দিনে। সেই নেতা কর্মী দিয়ে কৃষকদলের কমিটি গঠন করা হবে। কৃষকদলে কোন ছেঁচড়া ও ভন্ডদের স্থান হবে না বলে জানান তিনি। সোনাতনী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সামছুল হকের সভাপতিত্বে ইউনিয়ন যুবদলের যগ্ম আহবায়ক মো. জিয়াউল হকের সঞ্চালানয় কর্মীসভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক আব্দুস ছামাদ বাঘা, উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. বাতেন সরকার, পৌর কৃষকদলের সভাপতি মো. শহিদুল ইসলাম রাজু, সাধারন সম্পাদক মো. মামুন মন্ডল, উপজেলা কৃষকদলের যুগ্ম-সম্পাদক মো. ফারুক আহমেদ প্রমূখ। কর্মীসভায় কৃষকদল সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।