মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় জামায়াতে ইসলামী উলামা বিভাগ পাগলা থানার আয়োজনে উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ ২৩ ডিসেম্বর সোমবার সকালে পাগলা বাজারের হলি চাইল্ড মডেল একাডেমী প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সম্মেলনে পাগলা থানা উলামা বিভাগের সভাপতি মাওলানা অধ্যক্ষ আবু তালেব এর সভাপতিত্বে ও সংগঠনের সেক্রেটারি মাওলানা আহসান হাবিব খোরশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা উলামা বিভাগের সদস্য ও ত্রিশাল উপজেলা জামায়াতে আমির মাওলানা আব্দুল্লাহিল বাকী নোমান।বিশেষ অতিথি বৃন্দ হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি মাওলানা মোঃ ইউসুফ আলী, গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল, পাগলা থানা জামায়াতের আমির মাওলানা এমদাদুল হক।
আরো বক্তব্য রাখেন রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উলামা বিভাগের সদস্য মাওলানা মোহাম্মদ আব্দুল আহাদ, মাওলানা রুহুল আমিন, মাওলানা মোজাম্মেল বাশির, মাওলানা আব্দুর রউফ আফিফী,মাওলানা মোঃ সানাউল্লাহ প্রমুখ।