আজ ২৩শে ডিসেম্বর সোমবার, পশ্চিম মেদিনীপুর জেলার, গরবেতায়, বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামে পরিচিত গনগনি পার্ক পর্যটকদের জন্য। শীতের মরসুমে সকাল থেকেই ভিড় জমায় এই পার্কে।
পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের, গড়বেতা গ্রাম পঞ্চায়েতের ছোট্ট এক গ্রাম এই গনগনি। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে পশ্চিম মেদিনীপুর জেলা শিলাবতী নদীর ধারে অবস্থিত এই জায়গাটিকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয়। যদি উঁচু-নিচু ভূমিরূপ আর জঙ্গল আপনার পছন্দের হয়।
একদিকে কাজুবাদামের জঙ্গলে বনভোজন, অপরদিকে কাঁকড়ে ঢাকা গিরিখাত, একদিকে শিলাবতী নদীর স্নিদ্ধ ও শান্ত ভাবে বয়ে চলা, অপরদিকে সবুজ শ্যামল আটবির মাঝে নীল আকাশের ভেতরের দিগন্তে সূর্যাস্ত স্বচক্ষে প্রত্যক্ষ করা এক আলাদা অনুভূতি।সূর্যাস্তের সময় শিলাবতি রোম মোহিত করতে পারে।
এই সুন্দর দৃশ্য দেখতে হলে, সূর্যাস্তের আগেই নদী খাত থেকে উপরে উঠে আসতে হবে। তবে শীতকালে এখানে বহু মানুষ পিকনিক করতে আসেন, দূর-দূরান্ত থেকে মানুষ প্রাকৃতিক সৌন্দর্যের অবহাতে একটু মনের আনন্দ পেতে পিকনিক করতে আসছেন।
বর্তমানে গন গণিতে রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয়েছে কৃত্রিম ফুলের পার্ক, ওয়াচ টাওয়ার গড়ে উঠেছে পরিবেশ প্রেমীদের জন্য। পার্কের মুখে রয়েছে কিছু দোকান সাজিয়ে বসে, দূর দুরান্ত থেকে স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরাও এখানে এসে ভিড় জমান। পরিবারের সাথে, গনগনিতে একটি সুন্দর পরিবেশ গড়ে উঠেছে পর্যটকদের জন্য। যাহা গ্রামবাংলায় সচরাচর দেখা যায় না। থেকে মনে হবে একটা পাহাড় গড়ে উঠেছে।।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ