মোঃ দেলোয়ার হোসেন, পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ
ছাত্র-জনতার তোপের মুখে পরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয়সভা চলাকালীন সময়ে উপজেলার বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা নুরুজ্জামান চৌধুরী বিপ্লবকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহামুদুল হাসান। গত সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মাহামুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
(ইউএনও) বলেন, দুপুরে দিকে উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা চলছিল। এসময় স্থানীয় ছাত্র সমন্বয়কের একাংশের ছাত্র ও কিছু জনতা হলরুমে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং বালিঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লবকে ঘিরে স্লোগান দিতে থাকেন। এসময় হলরুমের বাহিরে এক প্রকারের হট্রগোল সৃষ্টি হয়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছাত্র সমন্বয়কের দু'জন প্রতিনিধিকে হলরুমের ভেতরে নেওয়া হয়। পরবর্তীতে তাদের সঙ্গে কথা বলে ওই চেয়ারম্যানকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে, তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না সেটি পুলিশ বলতে পারবে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কাওসার আলী বলেন, ঘটনাস্থল থেকে ইউপি চেয়ারম্যান আটকের পর থানা হেফাজতে নিয়ে পরে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার বিষয়টি ডিবি পুলিশ বলতে পারবে।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মো. আসাদুজ্জামান বলেন, জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় পাঁচবিবি বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লবকে গ্রেফতার দেখানো হয়
তারিখঃ ২৪/১২/২০২৪
মোঃ দেলোয়ার হোসেন
পাঁচবিবি জয়পুরহাট