মোছাঃ সকাল শাহজাদপুর বিশেষ প্রতিনিধি
সিরাজগঞ্জের শাহজাদপুরে টাকার অভাবে মাজার রগের ঢভিতরে জনিত রোগের চিকিৎসা করাতে পারছেন না কাঁচা মাল ব্যবসায়িক রনি ইসলাম (৩৪) দীর্ঘদিন বিছানায় পড়ে থাকলেও অভাবের সংসারে কোনো চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি তার পরিবার। টাকার জন্য ঠিকমতো ওষুধ সেবন করতেও পারছেন না।
দিন দিন তার শরীরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ছেলের চিকিৎসার টাকা যোগাতে বৃদ্ধ মা শামছুন্নাহার (৬৫) মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। পরিবারের নুন আনতে পান্তা ফুরার অবস্থা। তাকে নিয়ে তার স্ত্রী ও বৃদ্ধ মা নিরুপায় হয়ে পড়েছেন।
শাহজাদপুরে কাচামাল ব্যাবসায়ী রনি ইসলাম (৩৪) শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের তালগাছি গ্রামের ছেলে। তাদের জায়গা-জমি যা ছিলো সব কিছু বিক্রি করে এখন বর্তমানে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড এলাকায় অন্যের ভাড়া বাড়িতে তাদের বসবাস।
তাই জীবন বাঁচানোর করুণ আকুতি নিয়ে রনি ইসলাম বলেন, আমি আমার পরিবারের একমাত্র উপার্জনকারী। সে থেকেই আমি ব্যবসায়ীর কাজ করে পরিবারের হাল ধরি। আমার পরিবারে আমার মা ও আমার স্ত্রী সহ দুটি ছেলে সন্তান রয়েছে। দীর্ঘ ২ মাস আগে আগে আমি সকালে দোকানের মাল কিনে দোকানে আসতে একপর্যায়ে চলন্ত ভ্যান থেকে পড়ে যায়। রোগ ধরা পরে তবে অর্থের অভাবে চিকিৎসা করতে পারি নাই। পরের বাড়িতে থাকি। টাকা পয়সার অভাবে ওষুধ কিনেও খেতে পারছি না। ডাক্তার বলছে অতি দ্রুত অপারেশন করাতে কিন্তু টাকার জন্য পারছি না। তাই সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করছি।
রনির স্ত্রী বলেন, অসুস্থ স্বামী নিয়ে খুব কষ্টে দিনযাপন করছি। তার উপার্জনের অর্থ দিয়েই আমাদের সংসার চলত। এখন চলতে খুবই কষ্ট হচ্ছে। নেই কোনো ভিটেমাটিও। টাকার অভাবে চিকিৎসা করাতে ও ওষুধ কিনতেও পারছি না। বিছানায় শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে, সেটা দেখেও কিছু করতে পারছি না। তাই সমাজের সামর্থ্যবান মানুষের কাছে অনুরোধ স্বামীর চিকিৎসার জন্য আমাদের সাহায্য করুন।
রনির চিকিৎসার জন্য সাহায্য দিতে সরাসরি প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করা যাবে (মোবাইল নম্বর- 01980-774990