মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
আজ ২৪ ডিসেম্বর ০৬ ১৫ মিনিটে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন মধুমতি সেতু টোল প্লাজার উত্তর দিকে পাকা রাস্তার উপর হতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প অভিযান পরিচালনা করে যশোরগামী হামদান এক্সপ্রেস (ঢাকা মেট্রো -ব- ১২-৩৫৩৬) পরিবহন তল্লাশি করে ১৯০০ (ঊনিশশত) পিস ইয়াবাসহ একটি বাটন ফোন, নগদ (সতেরশো দশ) টাকা বহনকারী মোছাঃ আরিফা (৩৯), পিতা: বিশারত মন্ডল, সাং -ভাটই, থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করা হয়। । তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।