মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি।।
দিনাজপুরের বোচাগঞ্জে অভিযান চালিয়ে সার ও বীজ ব্যবসায়ীর ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মারুফ হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নয়ন কুমার সাহা।
অভিযানে সার ব্যবসায়ী মেসার্স আমেন ট্রেডার্সকে ১০হাজার ও বীজ ব্যবসায়ী মের্সাস সাদেকুল ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সার ব্যবস্থাপনা আইনের ২০০৬ এর ৮ (১) ও ৮(২) ধারায় মেসার্স আমেন ট্রেডার্সকে ১০হাজার টাকা এবং ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারাায় মের্সাস সাদেকুল ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সার ব্যবসায়ীদেরকে অবৈধ সার বিক্রয় বন্ধ ও বেশী দামে সার বিক্রি না করার নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মারুফ হাসান।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মারুফ হাসান বলেন,বোচাগঞ্জে ভ্রাম্যমান আদারতের অভিযান অব্যাহত রয়েছে। জনসাধারণের সুবিধার্থে এই অভিযান চলমান থাকবে।