মাসুদ রায়হান মনিরামপুর, যশোর প্রতিনিধিঃ
যশোরের মনিরামপুর নেহালপুর ইউনিয়নে নিষিদ্ধ পোল্টির বিষ্ঠা মাছের ঘেরে খাদ্য হিসেবে ব্যবহার করায় ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।উপজেলার নেহালপুর ইউনিয়নে মৎস্য ঘেরে নিষিদ্ধ পোল্টির বিষ্ঠা বিক্রির অভিযোগে এই জরিমানার টাকা আদায় করা হয়। এলাকাবাসী জানান, সোমবার গভীর রাতে ইউনিয়নের পাঁচাকড়ি গ্রামের নিষিদ্ধ পোল্টির বিষ্ঠা ব্যবসায়ী জিয়ার নেতৃত্বে আলমসাধু চালক ১। আকরাম (৩২)মৃত পিতা নুরইসলাম গাজী গুটুদিয়া ২।রানা সরদার পিতা মৃত আতিয়ার রহমান সরদার (২৭) গ্রাম রাজবাদ উপজেলা ডুমুরিয়া। আলমসাধু চালক রানা সরদার জানান,ডুমুরিয়া উপজেলার কৈয়ের বাজারের গাজী মিজান মুরগির ফার্ম হতে পোল্টির বিষ্ঠা নেহালপুর ইউনিয়নের জিয়া প্লাস্টিকের ড্রাম ভর্তি করে ঘেরে বিক্রি করার জন্য আমাদের ২টি আলমসাদু ভাড়া করে উঠিয়ে দেয়।পথিমধ্যে নেহালপুর ইউনিয়নে পৌঁছালে এলাকাবাসী আটক করে নেহালপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই আব্দুল হান্নানকে খবর দেয়। ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুমকে জানান এবং ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৩০ হাজার টাকা জরিপানা সহ নিষিদ্ধ বিষ্ঠা এবং ড্রাম আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা,নেহালপুর ক্যাম্পের এএসআই কামাল হোসেন,সাবেক মেম্বার সিদ্দিকুর রহমান সহ এলাকার সুধী ও সচেতন মহল এ সময় উপস্থিত ছিল।