কাগজ প্রতিবেদক :
ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. রবিন খান এবং সাধারণ সম্পাদক হিসেবে আকরাম আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি গোলাম মাওলা গোলাপ, সহসভাপতি মো. কাউছার খাঁন, সারোয়ার আলম পিয়াস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক. মো. রফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার মাহমুদ রাফি, জাকারিয়া খান সিজার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্মেলনের মাধ্যমে আগামী ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
ছাত্রদলের এই নতুন কমিটি নিয়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। আশা করা হচ্ছে, নতুন নেতৃত্ব দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে।