আশরাফুল আলম রিপন, মাগুরা জেলা প্রতিনিধি। বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষকদের কে সংগঠিত করার অংশ হিসাবে মাগুরার ঐতিহাসিক নাকোল হাইস্কুল ময়দানে জাতীয়তাবাদী কৃষক দলের সম্মেলন অনুষ্ঠিত হয়। আশরাফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য সচিব জনাব শহিদুল ইসলাম বাবুল, বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা বিএনপির জনপ্রিয় নেতা মনোয়ার হোসেন খান, শ্রীপুর উপজেলা বিএনপি সভাপতি বদরুল আলম হিরো, মুন্সী রেজাউল করিম প্রমুখ। প্রধান অতিথি শহিদুল ইসলাম বাবুল বলেন বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা দেশে খাল খনন ও কৃষকদের জন্য কল্যাণের কর্ম সুচী গ্রহনের কারনেই দেশে সবুজ বিপ্লব ঘটার ফলেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আসে। মাগুরার জনপ্রিয় বিএনপি নেতা মনোয়ার হোসেন খান বলেন ফ্যাসিবাদের আমলে আমাদের কৃষক উপক্ষিত ছিলো। সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান, ময়নুল হাসান মুক্তি, রাজিউল হাসান রাজন, শাহানা ফেরদৌস হ্যাপি, মফিজুল হক বাবলা,শিহাবুদ্দিন লায়েব ও আবু জাফর মন্ডল প্রমুখ।