মোঃনাজমুল
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ সে ডিসেম্বর)সকাল ৯ টায় এ সি লাহা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে এই প্রতিনিধি কর্মশালা অনুষ্ঠিত হয়।এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা নায়েবে আমীর,বিশিষ্ট আইনজীবী এ্যাড. মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন,বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন,বাগেরহাট জেলা শাখার শিক্ষা ও গবেষণা সভাপতি অধ্যক্ষ আব্দুল আলীম। এছাড়ও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় উপজেলা জামায়াতে আমীর অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসেন ভোট কেন্দ্রের দায়িত্ব, ভোট সম্পর্কে শরীয়তের নির্দেশ ইত্যাদি বিষয় আলোচনা করেন।বিশেষ অতিথি বাগেরহাট জেলার শিক্ষা ও গবেষণা সভাপতি অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম বলেন, ভোটারদের ভোট দেয়া নিশ্চিত করতে হবে, তাদের ভোটা অধিকার ফিরিয়ে আনতে হবে। বিশ্বস্ত সৎ কর্মীকে ভোট দিতে পারে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে।আলোচনা শেষে প্রতিনিধি কর্মশালায় সকলের মাঝে "ভোটারের দায়িত্ব ও ভোট সম্পর্কে শরীয়তের নির্দেশ" নামে একটি বই ফ্রীতে বিতরণ করেন।