মোমিন আলি লস্কর ও জয়দীপ মৈত্র দক্ষিণ দিনাজপুর:
২৫ শে ডিসেম্বর ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির ১০০তম জন্মদিবস স্মরণে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাট শহরের বিশ্বাস পাড়া এলাকায় বালুরঘাট শহর বিজেপির পক্ষ থেকে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভারত সরকারের উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী এবং রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সন্মানীয় সাংসদ ড. সুকান্ত মজুমদার মহাশয়, দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য বিজেপির নেতৃত্ব।এদিন বালুরঘাট শহরের প্রায় শতাধিক রক্তদাতা রক্তদান করেন। অন্যদিকে, সকান্ত মজুমদার উপস্থিত রক্তদাতাদের সাথে সৌজন্য বিনিময় করেন। “রক্তদান মহৎ দান” এই কথাকে পাথেয় করে সকল রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।