1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
লালমনিরহাট আদিতমারীতে ১টি দেশী গাভীর পেট থেকে দুটি বাছুর প্রসব করেছে - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন

লালমনিরহাট আদিতমারীতে ১টি দেশী গাভীর পেট থেকে দুটি বাছুর প্রসব করেছে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ২২ বার পড়া হয়েছে

 

 

চয়ন কুমার রায়
লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট আদিতমারীতে একটি দেশী প্রজাতির গাভীর পেট থেকে একসাথে দুটি বাছুর প্রসব করেছে। বাছুর দুটি এক নজর দেখার  জন্য এলাকার আশেপাশের শত,শত উৎসক জনতা  ভিড় জমান।ঘটনাটি সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী বটতলা এলাকার কৃষক আক্কাস আলীর বাড়ীতে ঘটে।

জানাগেছে, প্রতিদিনের ন্যায় কৃষক আক্কাস  কাজ করার সুবাদে জমিতে যায় হঠাৎ তার পালিত গাভীটির প্রসব ব্যথা শুরু হলে তার স্ত্রী খবর দেয়। সে এসে দির্ঘক্ষণ যাবত চেষ্টা করে কোনরুপ চিকিসৎক ছাড়াই তার গাভীটির গর্ভ থেকে দুটি সাদা কালো একটি ষাড় ও অপরটি বকনা বাছুর প্রসব করে। বর্তমানে গাভী ও বাছুর দুটি  সুস্থ্য আছে এবং মায়ের দুধ পান করছে।

গাভীর মালিক আক্কাস আলী জানান, দুই বছর পূর্বে স্থানীয় একটি বাজার থেকে ৫০ হাজার টাকা দিয়ে একটি বাছুর ক্রয় করে এনেছি। তারপর লালন-পালন করে যখন বড় হয়েছিল প্রথম অবস্থায (সিমেন্ট)  বীজ দেই। তখন একটি বকনা বাছুর হয়েছিল। এখন ২য় বার প্রসব করল। তিনি আরও জানান বাছুর দুটি আল্লাহ যদি বেঁচে রাখে তাহলে তার ভাগ্যর দুয়ার খুলে যাবে। বর্তমানে তার একটি বাছুর থেকে ৪টি গরুদে রুপান্তরিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি