রাকিবুল ইসলাম সুমন বিশেষ প্রতিনিধি
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মুক্তিদাতা এলেন ধরার মুক্তির বার্তা নিয়ে এই শ্লোগানকে সামনে রেখে বড়দিনের অনুষ্ঠানের যাত্রা শুরু করেন খ্রিস্টবিশ্বাসী শতশত নারী পুরুষ এ সময় গোশালয় শিশু যীশু স্থাপন ও কীর্তন গান দিয়ে শোভা যাত্রার মাধ্যমে যীশু যাক উৎসর্গ করে ক্ষমাপ্রার্থনা করেন পর্যায়ক্রমে খ্রিস্ট যাইয়ো গীতি বাইবেল পাঠ করা হয়। এবং উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন ফাদার তপন রোজারিও ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর পর্যায়ক্রমে সর্বজনীন প্রার্থনার মধ্য দিয়ে দেশ ও দেশের মানুষের জন্য শান্তি প্রার্থনা করা হয়। পবিত্র খ্রিষ্টপ্রসাদ উৎসর্গ করেন স্থানীয় গির্জার ফাদার ডমিনি কে হালদার ও ফাদার তপন রোজারিও উপস্থিত খ্রিস্ট ভক্ত ও যীশু দেহ এবং রক্তপ্রসাদের আকারে গ্রহণ করেন,এ সময় ফাদার ডমিনিকে হালদার সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে মানব সেবার কথা তুলে ধরেন পাশাপাশি এই অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম বর্ণের লোকের উপস্থিত হয়ে খোঁজ খবর নেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন পরিশেষে বারোটা এক মিনিটে কেক কেটে বড় দিন উদযাপন করেন এ সময় উপস্থিত ছিলেন খ্রীষ্ট বিশ্বাসী শত শত নারী-পুরুষ তখন তারা বিভিন্ন আতর বাজি ফুটিয়ে নাচ গানের মাধ্যমে বড়দিনে আনন্দ মানুষের মাঝে বিলিয়ে দেন, এর আগে সাধু আন্তনীর গির্জায় গির্জায় একই ধরনের অনুষ্ঠান উদযাপন করা হয় সে সময় উপস্থিত ছিলেন, ফাদার ডমিনি কে হালদার,জোসেফ সরকার ক্যাটি খ্রিষ্ট ও শত শত খ্রিষ্টবিশ্বাসী।