শোয়েব তাসিন পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার বার্ষিক সাধারণ সভা পাথরঘাটা কেন্দ্রীয় শহিদ মিনারে বুধবার বিকেল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে৷ সংগঠনটির সভাপতি শোয়েব তাসিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সমাজসেবী, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব এরফান আহমেদ সোয়েন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কলামিস্ট এবং সংগঠনটির অন্যতম উপদেষ্টা শফিকুল ইসলাম খোকন। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা প্রবীণ সেচ্ছাসেবক মেহেদী সিকদার, সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার পাপড়ি এবং সংগঠনের উপদেষ্টা এরফান আহমেদ সোয়েনের সহধর্মিণী মিসেস সোয়েন৷
এসময় প্রধান অতিথি এরফান আহমেদ সোয়েন সংগঠনটির প্রশংসা করে বলেন, " তোমাদের বিগত দিনের কাজ অনেক সুন্দর ছিলো এবং ভবিষ্যতে সুন্দর কাজ করবে সেই আশা করি। তবে সমাজের খারাপ বিপথে যাওয়া কোনো মানুষ সংগঠনের সদস্য না হয় সেদিকে সতর্ক থাকবা৷ যারা পথভ্রষ্ট হয়েছে তাদের ফিরিয়ে আনতে চেষ্টা করবা। যেখানে মানবিক বিপর্যয় ঘটবে তোমরা তোমাদের সাধ্যমত চেষ্টা করবা কাজ করার। সহনশীল হয়ে সব কাজ করবা। সামনে অনেকদূর তোমরা এগিয়ে যাবে সেই প্রত্যাশা করি। "
অনুষ্ঠানের বিশেষ অতিথি সাংবাদিক শফিকুল ইসলাম খোকন বলেন, " তোমরা সবার থেকে আলাদা হবে আদব কায়দা ব্যবহার তোমাদের ভিন্ন এবং সুন্দর হবে যাতে অন্যরা অনুকরণ করে। সবকিছুতে তারুণ্যের বাংলাদেশ সবার থেকে ভিন্ন এবং সুন্দর হবে সেই প্রত্যাশা করি৷ "
এসময় বিশেষ অতিথি মেহেদী সিকদার বলেন," তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থা বেশি বেশি মানবিক কাজ করবে। সুন্দর কাজের মাধ্যমে সবার কাছে অনুকরণের হবে। সমাজকে সুন্দর এবং মানুষের উপকারের জন্য এ সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সেই আশা করি। "
তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার এক বছর মেয়াদি পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। শোয়েব তাসিনকে সভাপতি এবং আসাদুজ্জামান আমানকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। বার্ষিক সাধারণ সভায় তারুণ্যের বাংলাদেশ যুব সংস্থার সকল সদস্য উপস্থিত ছিলেন৷