জুয়েল রানা মধুপুর প্রতিনিধি
টাঙ্গাইলের মধুপুরে পিরোজপুর জামিয়া ইসলামিয়া মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-ময়মনসিংহের আঞ্চলিক জিম্মাদার মাও. মো. আ: ছাত্তার কাসেমী, বিশেষ অতিথি সাবেক মুহতামিম মাও. মো. আ: মান্নান, মাও. আ: রউফ, অধ্যাপক গোলাম মোস্তফা, মাও. আবুল খায়ের, সাধারণ সম্পাদক সুমন মৃধা, মাও. শহিদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহতামিম মাও. মো. দেলোয়ার হোসেন।
এসময় পিরোজপুর জামিয়া ইসলামিয়া মাদরাসার শ্রেণির পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রকৃত অর্থে শিক্ষা হলো আচরণের ইতিবাচক পরিবর্তন। তাই শিক্ষক এবং অভিভাবকদের এইদিকে নজর দিতে হবে। ছেলেমেয়েরা সত্যিকার অর্থে মানুষ হচ্ছে কি না সেটি লক্ষ্য রাখতে হবে।