মোঃরাজু মিয়া সোহাগ
রংপুর ব্যুরোঃ
নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ডিসেম্বর) রাত ২টায় টুনিরহাট পাশ্ববর্তি ভগ্নিপতি সোলেমান আলীর বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনোয়ারুল হক সরকার মিন্টু উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ডিমলা উপজেলা পরিষদের বহিস্কৃত সাবেক চেয়ারম্যান।
ডিমলা থানার ওসি ফজলে এলাহী বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আনোয়ারুল হক সরকার মিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে ।এটি একটি রাজনৈতিক মামলা আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।তবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে নিশ্চিত হওয়া যায়নি।