স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
মানবিক ও তরিকতের সংগঠন বেতাগী আনজুমানে রহমানিয়া বেতাগী ইউনিয়ন শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠান দরবার-এ বেতাগী আস্তানা শরীফে গত ২৪ ডিসেম্বর সোমবার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বেতাগী আনজুমানে রহমানি কেন্দ্রীয় পরিষদের সভাপতি ও দরবার-এ বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন হযরত মওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ। তিনি বলেন দেশ-জাতি,গরীব-দু:খি ও মেহনতি মানুষের কল্যাণে বেতাগী আনজমানে রহমানিয়া অবদান রেখে যাচ্ছে। এই অবদানে সমাজের বৃত্তবান মানুষদের এগিয়ে আসার আহবান জানান তিনি।
এতে সভাপতিত্ব করেন বেতাগী আনজুমানে রহমানিয়া মধ্য বেতাগী শাখার সভাপতি দেলওয়ার হোসেন সাইফু।
বেতাগী আনজুমানের রহমানিয়ার অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্য বেতাগী শাখার উপদেষ্টা আহমদ সাঈদ, মহানগর সভাপতি গাজী মুহাম্মদ জামাল উদ্দীন, কেন্দ্রীয় পরিষদের সদস্য জনাব আলম শাহ, সৈয়দ মুহাম্মদ সাবেরুল ইসলাম, ফারুক আহমদ মাস্টার, সৈয়দ মুহাম্মদ শাহেদ হোসেন, মো. ফজলুর রহমান রুবেল, মুহাম্মদ বখতিয়ার,মো: এহসানুল করিম, মো: দিদরুল ইসলাম, মুহাম্মদ শহীদুল্লাহ, মওলানা আব্দুস শাকুর, সৈয়দ মুহাম্মদ রুজেল, আব্দুল কাদের আকাশ, মুহাম্মদ শাহেদুল ইসলাম টিটু, মুহাম্মদ আবু সৈয়দ, আব্দুল আজিজসহ প্রমুখ।