মোঃ নাজমুল মোরেলগঞ্জ:
বাগেরহাটের মোরেলগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার দৈবঙ্গহাটি ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।এতে বালু উত্তোলনের কাজে ব্যাবহৃত দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।বিষয়টি নিশ্চিত করে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম জানান, দৈবঙ্গহাটি ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। বালু উত্তোলনে ব্যবহৃত দুটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এবং মেশিনের সাথে থাকা পাইপ ভেঙ্গে ফেলা হয়েছে।তিনি আরও বলেন,জব্দকৃত মেশিন গুলো পরবর্তীতে নিলামে তোলা হবে।এছাড়াও,বালুমহাল ব্যাতীত বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। তাই যে কোন এলাকায় কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে প্রশাসনকে অবহিত করার জন্য বিশেষ অনুরোধ করেন তিনি।