আব্দুস সামাদ
( লালমনিরহাট) জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় নারী শিক্ষার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান পাটগ্রাম হুজুর উদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ষাট বছর পূর্তিতে ‘হীরক জয়ন্তী-২০২৪ গতকাল বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) উদযাপিত হয়েছে।
তদুপলক্ষে সকাল ১০টায় বর্তমান ও প্রাক্তণ ছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয় এবং পুরাতন ছাত্রীদের স্মৃতি চারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্মৃতিচারণ করেন প্রাক্তন ছাত্রী বেনু বেগম বিজলি, শামীম আরা রতনা, শারমিন মনি, আনোয়ারা, প্রাক্তন শিক্ষিকা ফেরদৌসী জাহান নার্গিস, আনোয়ারা বেগম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম জিন্নাহ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শহিদুল্লাহ প্রধান, পৌর বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব সপিকার রহমান, যুগ্নআহবায়ক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, পাটগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন সাজু, পাটগ্রাম টিএন স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব তোজাম্মেল হোসেন, জগতবেড় ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি মোঃ মাহফুজার রহমান মিলন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এস আই সবুজ আব্দুস সামাদ প্রমুখ।