মো: মোসলেম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
তারিখ: ২৭/১২/২০২৪ ইং
সিরাজগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ নজরুল ইসলাম শাহজাদপুর উপজেলায় বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। সভার সভাপতিত্ব করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল)মো. কামরুজ্জামান। আরও বক্তব্য রাখে ন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান আরিফ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জব্বার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সভাপতি মো. নিজাম উদ্দিন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম.এ জাফর লিটন, সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেন, শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল ও সাংস্কৃতিক কর্মী কাজী শওকত।
সভায় বক্তারা শাহজাদপুরের উন্নয়ন,যানজট নিরসন,গো-চারণ ভূমি রক্ষা,কাপড়ের হাট সম্প্রসারণসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। সভায় জেলা প্রশাসক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভার আগে জেলা প্রশাসক জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের (সিরাজগঞ্জ) পক্ষ থেকে প্রতিবন্ধীদের মধ্যে ৯ টি হুইলচেয়ার বিতরণ করেন।
জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, শাহজাদপুরের উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত রাখতে নিরপেক্ষভাবে কাজ করে যাব। রাজনৈতিক বিবেচনায় নয়, জনগণের স্বার্থে উন্নয়নই হবে প্রশাসনের মূল লক্ষ্য।
এ সময় স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।